বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আমেরিকায় জুমার নামাজ চলাকালেই মসজিদে বোমা হামলার হুমকি

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত “মসজিদে মুহাম্মাদ” নামে একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা হামলার হুমকির তথ্য পেয়ে ঘটনাস্থলে খুব দ্রুত উপস্থিত হয় স্থানীয় পুলিশ।

তারপর নামাজ আদায়ের জন্য অপেক্ষমান মুসল্লিদের মসজিদ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মসজিদটিতে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। যার ফলে এটিকে একটি ভিত্তিহীন হুমকি বলে ঘোষণা করেছে পুলিশ।

আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা জানান, হুমকি বার্তা পাওয়ার পর পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও মসজিদে অবস্থানরত মুসল্লিদের সুরক্ষার জন্য সেখান থেকে সরিয়ে নেয়। এসময় পুলিশের সাথে ট্রেনিং প্রাপ্ত ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মসজিদটির ইমাম মাওলানা ইউসুফ সেলিম বলেন, বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশ সদস্যরা মসজিদটিতে উপস্থিত হয়। এ সময় জুমার খুতবা চলছিল। তখন তিনি মুসল্লিদের মসজিদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সাহায্য চান।

মসজিদে নিরাপত্তা প্রধান মুহাম্মাদ আব্দুল মালিক বলেন, খুব দ্রুতই ভবনটি খালি করা হলেও নামাজের স্থানে পুলিশের ডগ স্কোয়াড প্রবেশ করেনি।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে হুমকিটিকে ভিত্তিহীন ঘোষণা করে। এরপর মুসল্লীরা পুনরায় মসজিদে প্রবেশ করে ও জুমার নামাজ আদায় করে।

কর্তৃপক্ষের প্রতি এ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য; এই ঘটনাটিকে “ঘৃণাত্মক অপরাধ” বলে নথিভুক্ত করেছে আমেরিকান পুলিশ।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img