ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দৈনিক পত্রিকা হায়োম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছাকাছি একটি ড্রোন সনাক্ত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসময় ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনের ছবি তুলতেও সক্ষম হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ড্রোনটি সম্ভবত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর। কারণ এটি লেবাননে থেকেই উড়ে এসেছিল।
এদিকে, নেতানিয়াহুর বাসভবনের কাছাকাছি ড্রোনের উপস্থিতি অস্বীকার করলেও তা পুরোপুরি উড়িয়ে দেয়নি ইসরাইলের সামরিক বাহিনী। সন্দেহভাজন অঞ্চলে তাৎক্ষণিক একটি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বিমান বাহিনীর পক্ষ থেকে। তবে সেখানে কোন কিছুর উপস্থিতি পাওয়া যায়নি।
এবিষয়ে সামরিক বাহিনীর ধারণা, এটি সম্ভবত একটি ভূল এলার্ম ছিল। কারণ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ত্রুটিগত কারণে মাঝে মাঝে ভুল সংকেত প্রদান করে। তবে হিজবুল্লাহর ছোট ড্রোন প্রবেশের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি দখলদার বাহিনী।
উল্লেখ্য, গত জুন মাসে একটি ড্রোন ফুটেজ উন্মোচন করে হিজবুল্লাহ। ফুটেজে দেখা যায়, ড্রোনটি ইসরাইলের হাইফা শহরে প্রবেশ করেছে। শুধু তাই নয় সেখানকার বিমানবন্দর, সামরিক স্থাপনা, সমুদ্র, আবাসিক এলাকা ও দেশটির সাধারণ নাগরিকদের উপর থেকেও সফলভাবে উড়ে গিয়েছে।
সূত্র: প্রেস টিভি