রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে।
সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ করা হয়।
অ্যাডভোকেট আসাদ উদ্দিন আলভীর পরিবারের পক্ষে এ অভিযোগ করেন।
আসামিরা হলেন, হাসিনা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, মো. হারুন অর রশিদ, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, মুন্সী সাব্বির, মাইনুল ইসলাম নিখিল, বজলুর রহমান, এস এম মান্নান কচি, আতিকুর রহমান, মো. হানিফ, সভাপতি, ইসমাইল মোল্লা, বাপ্পি।
দল হিসেবে আসামি করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ আনুমানিক ৫০০ জন।









