শুক্রবার, মে ৯, ২০২৫

করোনা মুক্ত মাওলানা তারেক জামিল

spot_imgspot_img

ইনসাফ | নাহিয়ান হাসান


করোনা টেস্টের নেগেটিভ ফলাফল আসলো পাকিস্তানের বিশ্ব নন্দিত আলেম মাওলানা তারেক জামিলের।

শনিবার (১৯ ডিসেম্বর) পুনরায় তাকে করোনা টেস্ট করানো হলে তার নেগেটিভ ফলাফল আসে বলে খবর প্রকাশ করে পাকিস্তানের গণমাধ্যমগুলো।

খবরে বলা হয়, পুনরায় করোনা টেস্ট করানোই ফলাফল নেগেটিভ আসায় তার ভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক জামিল বলেন যে, বিশেষ দোয়ার জন্য তিনি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। তবে পরিপূর্ণ সুস্থতার জন্য আরো বেশি পরিমাণে দোয়ার প্রয়োজন। সর্বশেষ সকলের জন্য দোয়া স্বরূপ তিনি বলেন, আল্লাহ পাক তার বিশেষ রহমতে এই মহামারী থেকে সকলকেই পরিত্রাণ দান করুক।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোমবার তার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

যেখানে তার টুইটের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছিল যে, তিনি ভক্তদের কাছে বিশেষ দোয়ার আবেদন প্রার্থী এবং ডাক্তারদের পরামর্শে তিনি রাওয়ালপিন্ডির সিএমএইচ হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, পাকিস্তান ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশনের সর্বশেষ তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৮৭ জন মৃত্যুবরণ করেন এবং এর ফলে মোট মৃতের সংখ্যা এখন ৯ হাজার ২৫০। তাছাড়া, করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৬৭৩!

সূত্র: দুনিয়া নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img