শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

লেবাননের উদ্দেশ্যে পাচারকৃত বিপুল পরিমাণ অ’স্ত্র জব্দ করেছে সিরিয়া

লেবাননের উদ্দেশ্যে পাচারকৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে সিরিয়া।

সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার লেবাননের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিলো এমন বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ।

দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, তারা লেবানন সীমান্তের কাছাকাছি জাবাদানি থেকে ওই চালানটি আটক করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী শহর সারঘায়ায় পাচারকারীদের ওপর অতর্কিত অভিযান চালিয়ে এই চালান জব্দ করা হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, কর্তৃপক্ষ একটি সুসংগঠিত পদ্ধতিতে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক আরপিজি শেল উদ্ধার ও জব্দ করেছে, যা অবৈধভাবে সীমান্ত পার করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো।

সংবাদ সংস্থাটি আরো জানায়, এটি আহমদ শার’আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img