আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে। আজ যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবর্তে স্বাধীনতাবিরোধীরা প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করতেন, তাহলে দেশের মানুষ আজ মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের বাস্তবায়ন দেখতো না। বিদেশিদের রক্তচক্ষু উপেক্ষা করে উত্তাল পদ্মা নদীর বুকে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিতো না।