মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আরব আমিরাত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা দখল ও ফিলিস্তিনিদের উৎখাত করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে প্রাচ্যের দেশ সংযুক্ত আবর আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যূত করার যে কোন প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত (ইউ-এ-ই) প্রত্যাখ্যান করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই কথা বলেন।

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি (শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান) গাজ্জার পুনর্নির্মাণ দুই-রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা কিনা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার এক মাত্র উপায়।

উল্লেখ্য, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজ্জা ভূখণ্ডে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির চূড়ান্ত সপ্তাহগুলিতে তিনি ইসরাইল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ