শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

শাল্লায় হামলার ঘটনায় আরো ৭ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুইটি মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (১৯ মার্চ) জেলার দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে রাতভর সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার গভীর রাতে শাল্লার সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই সিলেট। মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img