করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
শনিবার (২০ মার্চ) তিনি নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ড. গোলাম রব্বানী বলেন, গত ১৭ মার্চ আমার শরীরটা একটু খারাপ ছিল। ওই দিনই করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্টে পজিটিভ আসে। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরেকজন সহকারী প্রক্টরও একইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন।
তিরি বলেন, শরীরটা একটু খারাপ। তবে এখন বিশ্ববিদ্যালয়ের বাসায়ই কোয়ারেন্টাইনে আছি। সকলের কাছে দুআ কামনা করছি