গত ১৩ মাস আগে গাজ্জায় যুদ্ধ চলাকালীন প্রথম সন্তানের জন্ম দেন ফিলিস্তিনি নারী আফনান আল-গানাম। চলতি বসন্তে তিনি দ্বিতীয়বার সন্তানসম্ভবা হোন। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো গজ্জায় ইসরাইলি হামলায় তিনি ও তার প্রথম সন্তান মোহাম্মদ দুজনেই শহীদ হোন। এসময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলা চালালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নাসের হাসপাতালে কাপড় দিয়ে ঢাকা ছোট্ট মোহাম্মদের মরদেহ নিয়ে দাঁড়িয়ে থাকা আফনান আল-গানামের স্বামী আলা আবু হেলাল বলেন, তারা (ইসরাইল) আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। যুদ্ধের এক কঠিন সময়ে সে (মুহাম্মদ) জন্ম নিয়েছে, যুদ্ধেই শহীদ হয়েছে।
অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, তাদের (ইসরাইল) লক্ষ্যবস্তু নিষ্পাপরা। তারা খুব কমই জীবন দেখেছে।
তিনি আরও বলেন, পরিবার ও শিশুদের নিরাপদ রাখতে নিজ ঘরবাড়ি ছেড়ে এসেছি। কিন্তু তারপরও তারা নিহত হয়েছে। আমাকে একা রেখে তারা সবাই চলে গেছেন। অনাগত শিশুটিও নিহত হয়েছে।