ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনের জনগণ পবিত্র নগরী কুদস বা জেরুজালেম ছাড়া কোথাও দেশান্তরিত হবে না। আমরা সুস্পষ্ট ভাষায় সকলকে জানিয়ে দিতে চাই, হিজরত হবে কেবল কুদস অভিমুখে।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে হামাস এক কথা জানায়।
ট্রাম্পের গাজ্জা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি ভঙ্গ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকা পুনরায় হত্যাযজ্ঞ শুরু প্রসঙ্গে বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনের জনগণ জায়োনিস্ট ইসরাইল ও তাদের মদদদাতা আমেরিকার জোরপূর্বক বাস্তুচ্যুতির সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিবে, ইনশাআল্লাহ। নিজেদের অধিকার ও ভূখণ্ডের জন্য মাটি কামড়ে পড়ে থাকবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ১৮ মার্চ মঙ্গলবার গভীর রাতে আমেরিকার প্রত্যক্ষ সম্মতি ও মদদে সাহরির সময় যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজ্জায় পুনরায় ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু করে বিশ্ব মানবতার শত্রু ও অবৈধ রাষ্ট্র ইসরাইল। হামলায় কুদস বিগ্রেডের মুখপাত্র আবু হামজা ও গাজ্জার প্রধানমন্ত্রী হামাস নেতা ইসাম আদ-দা’লিস সহ অসংখ্য নারী ও শিশুর শাহাদাত হয়। সংখ্যায় যা প্রায় ৪০০ এর কাছাকাছি।
সূত্র: আল জাজিরা