শুক্রবার, মে ৯, ২০২৫

সদরঘাটে শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করল বিআইডব্লিউটিএ

spot_imgspot_img

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী এক সপ্তাহের জন্য চলছে সর্বাত্মক লকডাউন। সর্বাত্মক এই লকডাউনের ফলে বেকার হওয়েছেন শ্রমিকরা। এমন সময় শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা নদীবন্দরে (সদরঘাট) প্রায় ৫০০ শ্রমিককে এসব সামগ্রী দেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সদরঘাট ভবনের ভেতরে দুই ফুট দূরত্ব রেখে গোল চিহ্ন আঁকা হয়। প্রতিটি গোলাকার চিহ্নে একজন করে শ্রমিক অবস্থান করেন। সেখানে শ্রমিকদের হাতে হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ বিষয়ে কমডোর গোলাম সাদেক বলেন, সর্বাত্মক লকডাউনে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে কাজ করা শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। তাদের আয় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় তাদের সহযোগিতার অংশ হিসাবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দর কর্মকর্তা মুহাম্মাদ গুলজার আলী বলেন, সদরঘাটের বেকার শ্রমিক, নৌকার মাঝি ও আশপাশের ভবঘুরে মিলে ৫শ ব্যক্তিকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img