সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ ওয়াশিংটনে বৈঠকে বসবেন তুরস্ক-যুক্তরাষ্টের কার্যনির্বাহী দল। এই বৈঠকে তুরস্কের পক্ষ থেকে দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নুহ ইয়িলমাজ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ নেতৃত্ব দেবেন।
সোমবার (১৯ মে) তুরস্কের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি জানিয়েছে।
বৈঠকে, উভয় দেশের সিরিয়া নীতির ওপর গুরুত্বারোপ করা হবে এবং সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে।
বৈঠকে আইএস (দায়েস) ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই শীর্ষ অগ্রাধিকারের বিষয় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সিরিয়ার সরকারের প্রতি আঙ্কারার সমর্থন এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের নেতৃত্বাধীন আঞ্চলিক প্রচেষ্টাও আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে।
উত্তর-পূর্ব সিরিয়ার শিবিরগুলোতে সহযোগিতার সুযোগ নিয়েও উভয় পক্ষ আলোচনা করবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ইউনিটগুলোর চলমান সমন্বয় সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বৈঠকটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে গত সপ্তাহে নেতৃত্ব পর্যায়ে সরাসরি সংলাপ এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা পরবর্তী সময়ে অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র আরো জানায়, বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত প্রক্রিয়া ও সময়রেখা নিয়েও আলোচনা হবে।
বৈঠকে নুহ ইয়িলমাজ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দেশটির ভূখণ্ডগত অখণ্ডতা ও ঐক্য রক্ষা করতে ওয়াশিংটনের সঙ্গে বহুমাত্রিক সমন্বয়ের ওপর আঙ্কারার গুরুত্বারোপ তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইয়ানি সাফাক