বুধবার, মে ২১, ২০২৫

বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল

spot_imgspot_img

দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব যেন কেউ বিলীন করতে না পারে— এমন সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষকে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ মে) দলের যৌথসভায় সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। আগামী ৩০ মে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এ সভার আয়োজন করা।

নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সজাগ থাকতে হবে, সেইসঙ্গে রুখে দাঁড়াতে হবে, সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে— সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img