বুধবার, মে ২১, ২০২৫

২৪’র গণঅভ্যুত্থানের অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি: রিজভী

spot_imgspot_img

২০২৪ এর গণঅভ্যুত্থানের অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২০ মে) জুলাই আন্দোলনে আহত খিলক্ষেতের বিএনপি কর্মী রাকিবুল হাসানকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনমূলক পদক্ষেপের চেয়ে বেশি প্রতিকূল পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবাসনের দাবিতে যমুনায় মিছিল করেন, তখন তাদের অসম্মান করা হয় এবং পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়। এটি শেখ হাসিনার শাসনামলে অতীতের নির্যাতনের প্রতিধ্বনি।’

সর্বশেষ

spot_img
spot_img
spot_img