ইসরাইলের উত্তরাঞ্চলের কারমিয়েল শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক নারী।
শুক্রবার (২০ জুন) এই হামলার সময় ইসরাইলে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলের বিভিন্ন প্রান্তে দুই ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় ইরানি হামলার বিষয়ে সাইরেন বাজিয়ে দেশজুড়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ মুহূর্তে সাইরেনের শব্দ শুনে উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের আশ্রয় কেন্দ্রে আতঙ্কিত এক নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন।
মেগান ডেভিড অ্যাডম বলেছে, ৫১ বছর বয়সী ওই নারী সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি।










