ইরানের ওপর ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়েব।
শুক্রবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি ইরানের ওপর দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কঠোর নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, দখলদার রাষ্ট্রটির ক্রমাগত আক্রমণের লক্ষ্য হলো- এই অঞ্চলটিকে বিস্ফোরণের দ্বারপ্রান্তে টেনে আনা এবং একটি ব্যাপক যুদ্ধের সূত্রপাত ঘটানো, যেখানে রক্ত ও অস্ত্র ব্যবসায়ী ছাড়া কেউ বিজয়ী হয় না।
শাইখুল আজহার বলেন, এই আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং এটি বন্ধে পদক্ষেপ না নেয়া, এই অপরাধে তাদেরও শামিল করে। এর একমাত্র ফলাফল সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বিশ্বখ্যাত বরেণ্য এই ইসলামী স্কলার আরও বলেন- ‘যুদ্ধ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।’









