শনিবার | ১২ জুলাই | ২০২৫

হাটহাজারী মাদরাসার মাকবারায়ে জামিয়ায় চিরনিদ্রায় শায়িত আল্লামা বাবুনগরী

spot_imgspot_img

লাখো মুসল্লির অংশগ্রহণে নামাজার নামাজ শেষে উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-কে হাটহাজারী মাদরাসার মাকবারায়ে জামিয়ায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ রহ. এর কবরের পাশে দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী মাদরাসার মাঠে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে রাত ১২ টার দিকে বায়তুল আতিক জামে মসজিদের সামনে মাকবারায় মরহুমকে চির দিনের জন্য দাফন করা হয়।

আল্লামা বাবুনগরীর জানাজার নামাজের ইমামতি করেন তার মামা ও হেফাজতে ইসলামের সদ্য আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন আল্লামা বাবুনগরী। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আল্লামা বাবুনগরী উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ এর উপদেষ্টা পরিষদের চেয়াম্যান সহ একাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ‘মজলুম জননেতা’, ‘কায়েদে মিল্লাত’, ‘আপোষহীন সিপাহসালার’ ইত্যাদি উপাধিতে ভূষিত। তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। আল্লামা বাবুনগরী ২০১৩ সালের হেফাজত আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img