বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

তালেবানের কাবুল জয়; মোদি বললেন হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন বেশিদিন টিকে না

দীর্ঘ ২০ বছর পর কাবুল জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতা নিচ্ছে তালেবান। তালেবানের শাসন ক্ষমতা গ্রহণে সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের সাথে গভীর সম্পর্ক ছিল দিল্লির। তালেবানের পুনরায় উত্থানে দিল্লির সাথে এ সম্পর্কে ভাটা আসতে পারে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল জয় করার পর এতদিন চুপ থেকেছে ভারতের শাসকগোষ্ঠী। তবে এবার স্বয়ং মুখ খুললেন দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তালেবান ইস্যুতে এক টুইট বার্তায় মোদি বলেন, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশিদিন টেকে না।

তালেবানদের আন্দোলনকে সন্ত্রাসের সাথে একাকার করে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়ীত্ব অনেক কম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ