বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

সামরিক কুচকাওয়াজ ও দেশীয় প্রযুক্তির আধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শনী করত যাচ্ছে চীন

সামরিক কুচকাওয়াজ ও দেশীয় প্রযুক্তির আধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শনী করত যাচ্ছে চীন, উপস্থিত থাকবেন পুতিনসহ বিশ্বনেতারা।

বুধবার (২০ আগস্ট) ডন নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক যুদ্ধাস্ত্রের প্রদর্শনী করতে যাচ্ছে চীন।

চীনা কর্তৃপক্ষ জানায়, এতে আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় সকল অস্ত্রের প্রদর্শনী হবে, যার সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এছাড়া এখন পর্যন্ত বিশ্বের সামনে আনা হয়নি এমন অস্ত্রও এতে প্রদর্শিত হবে। হাইপারসনিক সিস্টেম ও চালকবিহীন যুদ্ধযানও প্রদর্শনীর অন্তর্ভুক্ত থাকবে।

চীনা সামরিক কমিশনের কর্মকর্তা মেজর জেনারেল উ জেকে বলেন, বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধাস্ত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, কুচকাওয়াজটি ৭০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। আমাদের সামরিক বাহিনী আধুনিক যুদ্ধে বিজয় অর্জনের ক্ষমতা রাখে ও যথেষ্ট শক্তিশালী, কুচকাওয়াজের মাধ্যমে এই বার্তা দেওয়া হবে।

এছাড়া ক্রেমলিনও নিশ্চিত করেছে যে, পুতিন চীনের এই কুচকাওয়াজ ও যুদ্ধাস্ত্র প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

অন্যান্য বিশ্ব নেতারাও এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ক্রমেই আমেরিকার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠা দেশটির কর্মকর্তারা। দেশটি গত মার্চে ২০২৫ সালের প্রতিরক্ষা ব্যয়ও ৭.২% বৃদ্ধি করেছে।

সূত্র: ডন

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img