ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধের হিরো হিসেবে আখ্যায়িতি করেছন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, নেতানিয়াহু একজন ভালো মানুষ। তিনি গাজায় লড়াই করছেন, তিনি যুদ্ধের হিরো। আমরা একসাথে কাজ করেছি। তিনি যুদ্ধের হিরো, আমার মনে হয় আমিও তাই।
মঙ্গলবার (১৯ আগস্ট) রেডিও উপস্থাপক মার্ক লেভিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে এাসব কথা বলেন তিনি।
নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ ও তাকে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, তারা তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করছে।
তবে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নাকি ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার কথা বলেছেন তা স্পষ্ট নয়। এরআগে গত জুন মাসে, ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতির বিচার খারিজ করার আহ্বান জানান। দুর্নীতি মামলায় ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিচারকাজ চলছে। তিনিই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।
তিনি আরও আরো বলেন, হামাসের সাথে অতীতের আলোচনায় তিনি ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ‘কঠোর পরিশ্রম’ করেছেন।
ট্রাম্প বলেন, আমিই সেই ব্যক্তি যিনি সকল জিম্মিদের ফিরিয়ে এনেছি। যারা ফিরে এসেছে তাদের কাছ থেকে পাওয়া অনেক চিঠি আমার কাছে এসেছে। এদেরর কেউই ফিরে আসতো না, তবে আমি তাদের ফিরিয়ে এনেছি।
ডেমোক্র্যাট সিনেটর চাক শুমারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার অভিযোগ এনে ট্রাম্প বলেন, এটা আশ্চর্যজনক যে শুমারের মতো ডেমোক্র্যাটরাও ফিলিস্তিনি। আপনি জানেন, তিনি এখন একজন ফিলিস্তিনি সিনেটর। আমরা তাকে নিউইয়র্কের ফিলিস্তিনি সিনেটর বলি।









