কাশ্মীরীদের ভূ-সম্পত্তির দখল অব্যাহত রেখেছে মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরে আইনি প্রক্রিয়ার দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ভারত। অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন ‘ইউপিএ’-র আওতায় ইসলামাবাদ এবং বারামুল্লা জেলায় ৩ কাশ্মীরীর ভূ-সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ।
এতে আরো বলা হয়, কাশ্মীরে দিল্লির দখলদার সরকারের নিযুক্ত গভর্নর মনোজ সিনহার নির্দেশে কাশ্মীরীদের ভূ-সম্পত্তি বাজেয়াপ্তের কার্যক্রম চলছে।
যাদের ভূমি বাজেয়াপ্ত করা হয়েছে তারা হলেন, ইসলামাবাদের বিজবেহারার বাসিন্দা আদিল হুসাইন তোকার ও বারমুল্লার বান্দি পায়েনের বাসিন্দা আসিফ মাকবুল দার ও মুহাম্মদ মাকবুল দার। এই দুই ভাই বর্তমানে শ্রীনগরের বেমিনার এইচআইজি কলোনিতে বসবাস করেন। তাদের বাজেয়াপ্ত ভূ-সম্পত্তির মূল্য প্রায় ১ কোটি রুপি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকার কাশ্মীর ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে বিরোধী নেতা-কর্মীদের দমন-পীড়নে ইউপিএ আইনের আশ্রয় নিচ্ছে। রাহুল গান্ধীর মতো বিভিন্ন রাজনৈতিক নেতারা এই আইনের সমালোচনা করে ইতিমধ্যে বক্তব্যও দিয়েছেন।











