মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ব্রিটেনে হিজাবের সম্মানে স্থাপন হতে যাচ্ছে ভাস্কর্য

ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে হিজাব পরিহিতা নারীদের উৎসর্গ করে “স্ট্রেন্থ অফ দি হিজাব” নামের একটি ভাস্কর্য স্থাপন করতে যাচ্ছে স্থানীয় একটি দাতব্য সংস্থা।

স্টিলের তৈরি ১৬ ফুট উঁচু ও ৫ মিটার লম্বা এ ভাস্কর্য নির্মাণের কাজ প্রায় শেষের পথে যেটি আগামী মাসেই বার্মিংহামে স্থাপন করা হবে।

বার্মিংহামে যুদ্ধ পরবর্তী অধিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা ও উদযাপনের উদ্দেশ্যে গঠিত নিবন্ধিত দাতব্য সংস্থা “লিগ্যাসি ওয়েস্ট মিডল্যান্ডস” কতৃক ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বিশ্বে সর্বপ্রথম এমন ভাস্কর্য নির্মিত হচ্ছে যা পশ্চিম মিডল্যান্ডসের স্মেথউইক এলাকায় স্থাপন করা হবে।

সংস্থাটি জানিয়েছে, হিজাব পরিহিতা মুসলিম নারীদের জন্য উৎসর্গ করা এক টন ওজনের এই ভাস্কর্যটির নকশা অংকন করেছেন বিখ্যাত ইংরেজ শিল্পী লুক পেরি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরি বলেন, “স্ট্রেন্থ অব দি হিজাব ভাস্কর্যটি মুসলিম সম্প্রদায়ের হিজাব পরিধানকারী নারীদের প্রতিনিধিত্ব করে। আর হ্যা এটা সত্যিই রয়েছে কারণ তারা আমাদের জাতির অন্তর্ভুক্ত একটি অংশ। কিন্তু এটি গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, “তাদের সাক্ষাৎ প্রয়োজন, এটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং নকশা অংকনের জন্য মুসলিম সম্প্রদায়ের সাথে সাথে কাজ করা হচ্ছে যা সত্যিই রোমাঞ্চকর। তবে আমরা এখনো পর্যন্ত জানিনা এটি দেখতে কেমন হবে।”

পেরি বলেন, ভাস্কর্যটি শিল্প নগরী স্মেথউইকে স্থাপন করা হবে যেখানে মুসলিম সম্প্রদায়ের একটি বিশাল অংশ বসবাস করে।

তিনি আরো বলেন, “আমি যে কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের সাথে যুক্ত সেখানকার মুসলিম নারীদের সাথে কথা বলে এই ভাস্কর্যটির নকশা অংকনের ধারণা পেয়েছি। কেমন শিল্প-কর্ম দেখতে চায় জিজ্ঞেস করা হলে তারা বলেছিল তাদের কোন প্রতিনিধি নেই; তাদের মত দেখতে কেউ নেই।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img