শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

ইমারাতে ইসলামিয়া শহীদদের রক্তের ফসল: মোল্লা মানসুর

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন, “ইসলামী ব্যবস্থা হাজারো শহীদের রক্তের ফসল, প্রাণ ও সম্পদ দিয়ে প্রতিরক্ষা করতে হবে”

আফগানিস্তানের পাক্তিয়ায় সাইদ করম জেলায় গত ২০ বছরের জিহাদের শহীদদের স্মৃতিচারণ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে স্থানীয় অসংখ্য মুজাহিদ, আলেম, আমিরাতি কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মোল্লা আব্দুল লতিফ মানসুর প্রথমেই শহীদদের উত্তরাধিকারীদের প্রতি সমবেদনা জানান। তিনি শহীদদের মর্যাদা ও ফজিলত, ইসলামী ব্যবস্থার স্থায়িত্ব, টিকে থাকা ও শক্তিশালী করার জন্য আলেম, মুজাহিদ ও সাধারণ মানুষের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোল্লা মানসুর বলেন, “মানুষকে আমি আহ্বান জানাই—তারা যেন ইসলামী ব্যবস্থার সুরক্ষা ও শক্তিবৃদ্ধির জন্য প্রাণ ও সম্পদ দিয়ে প্রতিরক্ষা করে। কারণ এই ব্যবস্থা হলো হাজারো শহীদ, পঙ্গু, ইয়াতিম ও গরিব মানুষের রক্ত ও অশ্রুর ফসল।”

তিনি একইসঙ্গে দেশের সব জনগোষ্ঠীর মধ্যে পূর্ণ ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img