শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

হত্যার বিচার যেন এই বাংলার জমিনে প্রকাশ্যে দেখতে পাই : হাদির বড় ভাই

শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক বলেছেন, আজ ৮ দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে জুমার জামাজের পর খুনি গুলি করে পার পেয়ে গেল। আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমি দেখতে পাই।

শনিবার (২০ ডিসেম্বর) হাদির নামাজে জানাজায় অংশ নেওয়ার আগে এসব কথা বলেন আবু বকর।

আবু বকর সিদ্দিক বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। আপনারা ওর বক্তব্য শুনেছেন, তার টকশো শুনেছেন। ও সব সময়ে শহীদি মৃত্যু কামনা করতো। হয়তো আল্লাহ তায়ালা তার সেই শহীদি মন নসিব করে দিয়েছেন।

তিনি বলেন, ৭-৮ দিন হয়ে গেল, আমরা শহীদ ওসমান হাদির বিষয়ে কিছু করতে পারলাম নাই। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি। আমরা তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করি। ওর সন্তানের বয়স মাত্র ৮ মাস।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img