শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

আল্লাহ আমার ভাইয়ের শাহাদাত কবুল করুন : কান্নাজড়িত কণ্ঠে হাদির বড় ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে। দাফন শেষে শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ আমার ভাইয়ের শাহাদাত কবুল করুন’।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মোনাজাতে আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ আমার ভাই শরিফ ওসমান হাদিকে কবুল করুন এবং শহীদ হিসেবে মর্যাদা দেন। তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ যারা শরিফ ওসমান হাদির সঙ্গী ছিলেন এবং যারা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সবার জন্য দোয়া প্রার্থনা করেন। একইসঙ্গে রেখে যাওয়া ইনকিলাব মঞ্চ এবং তার করা সব কাজ আগামীতেও এগিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করা হয়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img