সোমবার, মে ১৯, ২০২৫

আজ নিজ দেশেই বাক স্বাধীনতা হুমকির মুখে : নূর

spot_imgspot_img

ভাষা শহীদ এবং ভাষা আন্দোলনের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজকে উদ্বেগ নিয়েই বলতে হচ্ছে নিজ দেশেই আমাদের বাক স্বাধীনতা হুমকির মুখে। আজকে গণতান্ত্রিক অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিছিল মিটিং করতে গেলেই পুলিশের অনুমতি নিতে হয়, সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়। এটা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভাষা শহীদদের ত্যাগ এবং সংগ্রামের মাধ্যম্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে বাস করবে। বাক এবং ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টার প্রতি ধিক্কার জানাই। ভাষা শহীদদের চেতনার কথা যদি আমরা বলি, তারা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করার জন্য, মুক্তভাবে কথা বলা এবং লেখার জন্য বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইনের কারণে মানুষের মুক্তভাবে কথা বলার বা মত প্রকাশের সেই অধিকার অনেকাংশে খর্ব করা হয়েছে। এটি ভাষা শহীদ এবং মাতৃভাষার প্রতি চরম বৈষম্য ও নিপীড়নমূলক ব্যবস্থা। আমরা ভাষার এই মাসে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাবো। সেইসঙ্গে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টা বন্ধ করার অনুরোধ জানাবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img