গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আজকে ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৭১ বছর পর শহীদ মিনারে দাড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য ও আদর্শ নিয়ে ভাষা আন্দোলনে শহীদদের রক্ত ঝরেছিল রাজপথে, তারই ধারাবাহিকতায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম, অতি দুঃখের সঙ্গে বলতে হয় এত যুগ পার করে এসেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ৫২ ভাষা আন্দোলনের শহীদরা একই সূত্রে গাঁথা। দুর্ভাগ্যের বিষয় ক্ষমতায় যারা বসে আছেন, এমন একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও ভাষা শহীদদের প্রতি এটা চরম অবমাননাকর।