পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সীমান্তরক্ষী ও আফগান সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষ থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) উত্তর-পশ্চিম পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্তে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত কর্তৃপক্ষ একজন আফগান রোগীর অভিভাবককে সীমান্তে প্রদেশে বাধা দিলে এ ঘটনার সূত্রপাত হয়।
তোরখাম সীমান্তে অবস্থিত ল্যান্ডি কোটাল শহরের সহকারী কমিশনার ইরশাদ খান গনমাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে ক্রসিং এখনও বন্ধ রয়েছে।
তোরখামের তালেবান কমিশনার, মৌলভি মুহাম্মাদ সিদ্দিক বলেন, “ইসলামাবাদ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।”
উল্লেখ্য; গত রবিবার আফগানিস্তানের প্রশাসন ইসলামাবাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে পাক-আফগান অপরিহার্য বাণিজ্যিক ও ট্রানজিট রুট বন্ধ করে দেয়। তার ঠিক একদিন পরেই এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
সূত্র: কেপি