মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মালয়েশিয়া

বিশ্ববিখ্যাত দায়ী ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির মালয় মেইল, দি স্টার, ফ্রি মালয়েশিয়া টুডে অনলাইন’সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

মলয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন দেশটির সংসদে এক বক্তব্যে বলেন, সরকার জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। ২০১৯ সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তবে এটি এখন কার্যকর নেই। এর আগে, দেশটির সংসদ সদস্য আরএসএন রায় এ বিষয়ে প্রশ্ন করেন।

২০১৯ সালে কোতা বারুতে এক ভাষণে জাকির নায়েক বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় ১০০ গুণ বেশি অধিকার ভোগ করেন, তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশি বিশ্বাস করে।মালয়েশিয়া চীনাদের পুরনো অতিথি হিসেবে দেখে। তাদের দেশে ফেরত পাঠানো উচিত।

এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে প্রকাশ্যে বক্তব্য দেয়া থেকে নিষিদ্ধ করা হয়। সেসময় জাতীয় নিরাপত্তা ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মালয়েশিয়ার পুলিশ তাকে বক্তৃতা না দেয়ার নির্দেশনা দিয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ