শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

বাঁশখালীতে বিএনপি নেতাকে দুই পা কেটে নৃশংসভাবে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ইউপি সদস্য আবুল বশর তালুকদারের (৪৮) দুই পা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলায় এ নিয়ে গত চার দিনে তিনটি খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ মার্চ) রাত ১টায় পূর্বশত্রুতার জের ধরে পৈশাচিক এই হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় লোকজন জানায়, মাদক কারবারে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের পর খুনিরা উল্লাস করতে করতে কাটা একটি পা নিয়ে যায়। তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। বড় ছেলে ওমানে থাকেন।

শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রসিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোজাঙ্গীর, সাদু রশিদ ও আব্দুল জব্বার নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চাপাছড়ি গ্রামের উত্তরপাড়ায় রাস্তার মাথায় একটি গ্যারেজের ভেতর প্রতিদিন জুয়ার আড্ডা বসে। পাশাপাশি চলে মাদকের কারবার। চার-পাঁচ দিন আগে স্থানীয় কিছু তরুণ-যুবক মাদক বেচাকেনা নিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে আবুল বশর তালুকদার বাধা দেন। এ সময় সাদু রশিদ নামে একজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। ওই সময় আবুল বশরকে দেখে নেওয়ার হুমকি দেয় স্থানীয় চিহ্নিত কিছু মাদক কারবারি।

গ্যারেজ মালিক আব্দুল জব্বার পুলিশের হাতে আটক হওয়ার আগে বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁর গ্যারেজে তাস খেলেন আবুল বশর তালুকদার, জমির, শাহজাহান ও রুবেল। ওই সময় বাইরে বসে থেকে লাসু বারবার ভেতরে উঁকি দিচ্ছিল। তাস খেলা শেষে আবুল বশর বাড়ি যাওয়ার সময় বাড়ির পাশে কবরস্থানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আবুল বশরের দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এমনকি কাটা একটি পা নিয়ে যায় খুনিরা। আবুল বশরের গোঙানির শব্দে লোকজন এগিয়ে এলে স্থানীয় ইউপি সদস্য করিম ও আবুল বশরের মেয়ে শাবনাজ তাঁকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর আবুল বশর প্রচুর রক্তক্ষরণের কারণে মারা যান।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, আবুল বশর হত্যারহস্য উদঘাটনে তদন্ত চলছে। জুয়ায় সম্পৃক্ত তিনজনকে আটক করা হয়েছে। কেটে নেওয়া পা উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img