শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

তুরস্কের সাথে ঘনিষ্ঠতা থাকায় আমেরিকার চাপে বরখাস্ত সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী নূর

তুরস্কের সাথে ঘনিষ্ঠতা থাকায় আমেরিকার চাপে বরখাস্ত হলেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের মুহাম্মদ নূর।

বৃহস্পতিবার (২০ মার্চ) আমেরিকার যোগসাজশে বরখাস্তের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে মিডল ইস্ট আই।

এতে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মার্কিন সেনাবাহিনীর আপত্তি ও দাবীর মুখে প্রেসিডেন্ট হাসসান শেখ মুহাম্মদ প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের মুহাম্মদ নূরকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। তুরস্কের সাথে প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠতা, জ্বালানি, সামরিক ও মহাকাশ প্রতিরক্ষা খাতে মোগাদিশু-আঙ্কারার সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে ভালোভাবে নেয়নি তারা। প্রতিক্রিয়া স্বরূপ এসব বিষয়ে আপত্তি তুলে সরাসরি প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করা হলে তিনি মন্ত্রীকে প্রতিরক্ষার দায়িত্ব থেকে বরখাস্ত করতে বাধ্য হোন। তাকে পদায়ন করেন বন্দর মন্ত্রণালয়ে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের মুহাম্মদ নূরের পড়াশোনা তুরস্কে। আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের অন্যতম। সাবলীল তুর্কি ভাষাও রপ্ত করেছিলেন তিনি। সেই সূত্রে তুরস্কের সরকারের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠে। তার সৎ প্রচেষ্টায় গত বছর ফেব্রুয়ারিতে তুরস্কের সাথে দেশের ইতিহাসের স্মরণীয় প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করেছিলো সোমালিয়া।

মার্কিন অফিসাররা প্রেসিডেন্টকে চাপ প্রয়োগের ক্ষেত্রে বারবার তার বিরুদ্ধে অভিযোগ আনছিলেন যে, তিনি মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করছেন না। এছাড়া ফেব্রুয়ারিতে সাক্ষরিত মোগাদিশু-আঙ্কারা প্রতিরক্ষা চুক্তির প্রবেশাধিকারও চায়ছিলো তারা। সাথে তুরস্কের সাথে সম্পর্ক হ্রাসে ক্রমাগত তদবির ও বহুমুখী চাপ প্রয়োগ করা হচ্ছিলো।

দেশের মরুভূমিতে তুরস্কের সহায়তায় মহাকাশ বন্দর স্থাপন পরিকল্পনাও ওয়াশিংটনের চরম উদ্বেগের অন্যতম কারণ ছিলো। তারা সোমালিয়ায় তুরস্কের মহাকাশ বন্দর স্থাপন পরিকল্পনাকে দূর-পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলো। তারা বলছিলো, এই মানের মহাকাশ বন্দর থেকে উন্নত মানের দূর-পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো সম্ভব।

তবে গত মঙ্গলবার দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তুরস্ক যখন তাদের আধুনিক প্রযুক্তির ড্রোন যুদ্ধবিমান বায়রাক্তার মোগাদিশুতে পাঠায় আমেরিকা তখন চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে বসে। জানায়, তুরস্কের আস্থাভাজন নূর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকলে শরীয়া শাসন চাওয়া শাবাবের বিরুদ্ধে সহায়তা বন্ধ করে দিবে আমেরিকা। এক্ষেত্রে শাবাবের বিরুদ্ধে সহায়তার নামে সোমালিয়ায় তুরস্কের কৌশলগত সামরিক অবস্থানকে তারা সিরিয়ার সাথে তুলনা করে। যা তাহরিরুশ শামকে সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে ও দেশটির সু-দীর্ঘ গৃহযুদ্ধ শেষ করতে দারুণ ভূমিকা রাখে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img