শনিবার, মার্চ ২২, ২০২৫

দাওরায়ে হাদীসের স্বীকৃতি বাস্তবায়নের দাবি শায়খুল হাদীস পরিষদের

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দাবি তুলেছে শায়খুল হাদীস পরিষদ।

আজ শুক্রবার (২১ মার্চ) প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বক্তারা এ দাবি জানান।

বৈঠকে মাওলানা মামুনুর হক বলেন, আমরা অবশ্যই শুধু সুবিধা গ্রহণকারী হব না; বরং আমরা স্বকীয়তা বহাল রেখে দীনি দায়িত্ব পালনের আরও বেশি স্পেস চাই। এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমরা আশাবাদী, সকলের মতামত মূল্যায়ন করে ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে সরকার স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকরী মূল্যায়ন বাস্তবায়ন করবে।

মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, শায়খুল হাদীস পরিষদের সহ-সভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, নির্বাহী সদস্য মাওলানা শামসুল আলম, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মেশকাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, বিশিষ্ট আলেমেদীন মাওলানা ইমরানুল বারী সিরাজি, মাওলানা ইফতেখার জামিল, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা জামিল সিদ্দিকি প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img