ফিলিস্তিনের গাজ্জার একমাত্র ক্যান্সার তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল বিমান হামলায় গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। হাসপাতালটি তুরস্কের সহায়তায় সেন্ট্রাল গাজ্জায় নির্মান করা হয়েছিল।
শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গাজ্জার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরাইলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজ্জাকে বসবাসের অনুপযোগী করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের বেআইনি হামলা ও নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে শুক্রবার ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগও গুড়িয়ে দিয়েছে ইসরাইল।