সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুরা অনেক ভালো আছেন: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।

রোববার (২০ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে জাতীয় সীরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগনের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগনের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোরালো হবে সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোড ম্যাপ ঘোষনা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img