ভারতে হনুমান চল্লিশা বাজানোর সময় আজান দেওয়ার জন্য দরগাহ কমিটির একজন সদস্যকে হেনস্থা করেছেন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নারী এমপি মেধা কুলকার্নি।
শনিবার (১২ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত সালাহউদ্দিন দরগাহে এই ঘটনা ঘটে।
এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, পূণ্যেশ্বর মন্দির থেকে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে নিয়ে দরগাহে’র দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছেন কুলকার্নি। এসেই বাকবিতন্ডা শুরু করেন উপস্থিত দরগাহ কমিটির সদস্যের সাথে। এক পর্যায়ে আজান বন্ধ করে দেওয়ার প্রচেষ্টাও করেন তিনি। বাধা দেওয়ায় সেখানেই হেনস্থা করেন মুসলিম ব্যাক্তিকে।
প্রসঙ্গত, ভিডিওতে কোন ধরনের আজান শোনা যায় নি। বরং হনুমান চল্লিশার শব্দ ভেসে আসছিল। এ থেকে অনুমান করা যায় তিনি আজান বন্ধ করে দিয়েছিলেন।
এই ঘটনার পর, উগ্র হিন্দুত্ববাদী কুলকার্নি’র যথাযথ শাস্তি দাবি করেছেন দরগা কমিটির সদস্য। তবে পুলিশ-প্রশাসন হাতের নাগালে থাকায় উল্টো ওই মুসলিম ব্যাক্তিকেই শাসিয়েছেন হিন্দু এমপি। অস্বীকার করেছেন সকল ঘটনা।
সূত্র: মুসলিম মিরর