বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার সংরক্ষণে সহায়তা করবে: বাণিজ্য উপদেষ্টা

spot_imgspot_img

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষণের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও কোরবানি বিষয়ক সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দীন।

আজ বুধবার (২১ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোরবানির চামড়ার ওপর এতিমের হক রয়েছে। চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার, যাতে তারা চামড়া সংরক্ষণ করতে পারে যতক্ষণ না ন্যায্য দাম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এসব প্রতিষ্ঠানকে চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে। একটি নির্দেশনামূলক ভিডিও তৈরি করে তা প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগে একসঙ্গে কাঁচা চামড়া বাজারে আসায় সেগুলো পচে যেত। এ বছর সে সমস্যা হবে না। বৃহস্পতিবার (২২ মে) আবারও বৈঠক হবে, যেখানে এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে এবং তা গত বছরের তুলনায় বেশি হবে।’

সভায় আরও সিদ্ধান্ত হয়, নির্ধারিত পশুর হাটের বাইরে কেনা-বেচা নিরুৎসাহিত করা হবে এবং হাটের হাসিল পাঁচ শতাংশ থেকে কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। সরবরাহ ও চাহিদা সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘যদি ন্যায্য মূল্য না পাওয়া যায়, তাহলে সরকার প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করবে।’

সূত্র: ইউএনবি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img