শিক্ষকদের ‘অহেতুক ও নিয়মবহির্ভূত’ আবেদন প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি শিক্ষা সচিব বরাবর আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন, এমন হুঁশিয়ারি দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।
বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এক নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যক্তি বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এমপিও (মাসিক বেতন আদেশ) সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা কিংবা ব্যক্তিগত অভিযোগ নিয়ে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান নিয়ম লঙ্ঘন করে সরাসরি সচিব বরাবর আবেদন করে থাকেন। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজের গতি ব্যাহত হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়।
নতুন নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের যথাযথ অনুমতি ছাড়া সরাসরি মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে আবেদন ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর ও সুনির্দিষ্ট হবে বলেও মনে করছেন তারা।