বুধবার, মে ২১, ২০২৫

ইউরোপীয় কূটনীতিকদের উপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে ইতালি, স্পেন ও বেলজিয়াম

spot_imgspot_img

পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের দুর্দশা পর্যবেক্ষণে যাওয়া ইউরোপীয় কূটনীতিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে ইতালি, স্পেন ও বেলজিয়াম।

বুধবার (২১ মে) আরব নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, স্পেন, বেলজিয়াম ও ইতালি জেনিনে সফররত কূটনৈতিক প্রতিনিধিদলের উপর গুলি চালানোয় বুধবার ইসরাইলী সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলকে অবিলম্বে এর ব্যাখ্যা দিতে বলেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, “আমি ইতালির জেরুজালেমের ডেপুটি কনসাল জেনারেল আলেসান্দ্রো টুটিনোর সঙ্গে কথা বলেছি, যিনি ওই কূটনীতিক দলের সদস্য ছিলেন যাদের উপর জেনিন শরণার্থী শিবিরের কাছে গুলি চালানো হয়েছিল। তিনি সুস্থ আছেন।”

তিনি আরো লিখেন, “আমরা ইসরাইলের সরকারকে অনতিবিলম্বে এর ব্যাখ্যা দিতে বলেছি। কূটনীতিকদের প্রতি কোনো ধরণের হুমকি গ্রহণযোগ্য নয়।”

এছাড়াও জানান, তিনি তার মন্ত্রণালয়কে রোমে থাকা ইসরাইলী রাষ্ট্রদূতকে তলব করতে বলেছেন, যেনো এই ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়। যদিও ইসরাইলী সেনাবাহিনী আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, কূটনীতিকরা অনুমোদিত পথ থেকে বিচ্যুত হওয়ায় সতর্কতামূলক গুলি চালানো হয়েছিলো।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় যে, মাদ্রিদ জোরালোভাবে ইসরাইলী সেনাবাহিনীর এমন জঘন্য কার্যকলাপের নিন্দা জানাচ্ছে।

আরো জানানো হয়, হামলার সম্মুখীন কূটনীতিক প্রতিনিধি দলটিতে একজন স্পেনীয় ছিলেন, যিনি সুস্থ আছেন। প্রতিনিধিত্বে থাকা বাকি দেশগুলোর সাথে তারা যোগাযোগ করছেন যেনো ঐক্যবদ্ধভাবে এর তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করা যায়।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিস্ময় প্রকাশ করে লিখেন, এই ঘটনায় তিনি খুবই বিস্মিত। কেননা ইসরাইলী সেনাবাহিনীর সাথে সমন্বয় করে প্রতিনিধি দলের কাজ সম্পন্ন হচ্ছিলো। প্রতিনিধি দলের বহরটিও তাদের দ্বারা সবুজ সংকেত উত্তীর্ণ ছিলো।

তিনি আরো লিখেন, “বেলজিয়ান কূটনীতিক অক্ষত আছেন। তবে বেলজিয়াম ইসরাইলের কাছ থেকে একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবী করছে।”

প্যালেস্টাইন অথোরিটি নামে পরিচিত মাহমুদ আব্বাসের সরকার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় দুইজন ইসরাইলী সৈনিক ইউরোপীয় প্রতিনিধি দলের দিকে বন্দুক তাক করে রেখেছে। ভিডিও প্রকাশের পাশাপাশি তারা এই হামলার নিন্দাও জানিয়েছে।

তাদের পক্ষ থেকে বলা হয়, “ইসরাইলী দখলদার বাহিনী নিকৃষ্ট অপরাধ করেছে। তারা ইচ্ছাকৃতভাবে লাইভ বুলেট ব্যবহার করে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃত একটি কূটনৈতিক প্রতিনিধিদলকে লক্ষ্যবস্তু করে, যারা জেনিন ক্যাম্প পর্যবেক্ষণে এসেছিলো।”

ঘটনা প্রসঙ্গে একজন কূটনীতিক যিনি সেখানে উপস্থিত ছিলেন, এএফপিকে নিশ্চিত করেছেন যে তিনি কয়েকবার গুলির শব্দ শুনেছিলেন, যা জেনিন শরণার্থী শিবিরের ভিতর থেকে আসছিলো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধি দল আজ বুধবার জেনিন ক্যাম্পে ইসরাইলী ধ্বংসযজ্ঞ, আগ্রাসনের ফলে সৃষ্ট দূরাবস্থা ও ফিলিস্তিনি শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে আসলে এক পর্যায়ে তাদের লক্ষ্য করে ভেতর থেকে মারাত্মকভাবে গুলি করতে শুরু করে ইসরাইলী সেনারা। এরূপ পরিস্থিতিতে প্রাণ রক্ষার্তে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পর্যবেক্ষণে যাওয়া প্রতিনিধি দলটি কয়েকটি আরব দেশ সহ ইউরোপের মোট ৩০টি দেশের কূটনীতিকদের সমন্বয়ে গঠিত হয়েছিলো। তাদের সাথে সেই সময় সাংবাদিকরাও অবস্থান করছিলেন।

ইসরাইল এক বিবৃতিতে এই হামলার জন্য দু:খ প্রকাশ করে জানায়, কূটনীতিকগণ তাদের নির্ধারিত স্থান থেকে সরে আসায় এমনটি হয়েছে। তারা যেখানে চলে এসেছিলো, সেখানে তাদের যাওয়ার অনুমতি ছিলো না। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা ক্যাম্পের কোন কোন জায়গা পরিদর্শন করতে পারবে নির্ধারণ করে দেওয়া হয়েছিলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img