আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান যদি আমেরিকাকে বাগ্রাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত না দেয় তবে খারাপ কিছু ঘটবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম সোস্যাল ট্রুথে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
এরআগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তানে বিমান ঘাঁটিতে সীমিত মার্কিন সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে।
ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দেখব বাগ্রামের সঙ্গে কী ঘটে। আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। এটি কখনো ত্যাগ করা উচিত ছিল না।”
ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত আনার জন্য সামরিক বাহিনী পাঠানোর সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা তা নিয়ে আলোচনা করব না। আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা দ্রুত ঘাঁটি ফিরে পেতে চাই। যদি তারা না দেয়, তাহলে আপনারা দেখবেন আমি কী করি।”
ট্রাম্প আরও বলেন, “ঘাঁটি ত্যাগ করার কোনো কারণ ছিল না। আমরা বাগ্রাম বিমান ঘাঁটি রাখতে চাচ্ছিলাম।”
একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে। আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন হোস্টেজ রেসপন্সের বিশেষ দূত আডাম বোহলার এবং আলোচনায় বন্দি বিনিময়, অর্থনৈতিক ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আনাদোলু