রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

ট্রাম্পকে অতীত থেকে শিক্ষা নিতে বলল আফগানিস্তান

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান জানিয়েছে, তাদের কাছে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমেরিকাকে অতীতের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়িয়ে বাস্তবসম্মত নীতি গ্রহণ করার আহ্বান জানায় তালেবান সরকার।

এরআগে শনিবার এক বার্তায় ট্রাম্প বলেন, আফগানিস্তান যদি আমেরিকাকে বাগ্রাম বিমান ঘাঁটি ফেরত না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।

তিনি আরও বলেন, বাগ্রাম ঘাঁটি ছেড়ে দেওয়া উচিত হয়নি, আমরা এটি রেখে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। আফগানিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এবং আমেরিকা শিগগিরই ঘাঁটিটি ফেরত চায়।

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবো এক বিবৃতিতে আফগানিস্তান বলেছে, “আমেরিকার সঙ্গে হওয়া সব দ্বিপাক্ষিক আলোচনায় স্পষ্ট করা হয়েছে যে, ইমারাতে ইসলামিয়র জন্য আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

বিবৃতিতে দোহা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে, “আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কখনো শক্তি বা হুমকি ব্যবহার করবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমেরিকার উচিত এই প্রতিশ্রুতি মেনে চলা।”

বিবৃতিতে আমেরিকার অতিত পরাজয়ের দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলা হয়, অতীতের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করে বরং বাস্তবসম্মত ও যুক্তিনির্ভর নীতি গ্রহণ করা উচিত।

আফগানিস্তান পরিষ্কার করে জানায়, শরিয়াহর নীতির আলোকে তারা একটি ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি-কেন্দ্রিক বৈদেশিক নীতি অনুসরণ করছে। এর মাধ্যমে সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান।

সূত্র: আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img