বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

কারাবাখের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তোলা হবে : এরদোগান

আর্মেনিয়ার দখলে থাকার সময় কারাবাখ অঞ্চলে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে, তা আন্তর্জাতিক বিচার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আজারবাইজানের জেব্রাইল জেলায় দেশটির প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। ২০২০ সালে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা এ অঞ্চলের জাঞ্জিলানে আজারবাইজানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরদোগান বলেন, আজারবাইজানের পাশে তুরস্ক আছে। তাদের কৃষি, বিদ্যুৎ ও সব ধরনের উন্নয়নের সহযোগিতা করতে চায় তুরস্ক। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে যুদ্ধে জড়ায়।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ