মঙ্গলবার | ২১ অক্টোবর | ২০২৫

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আগামী বছরের শুরুতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি একথা জানান। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘আমাকে চীন যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আগামী বছরের শুরুর দিকেই সফরে যাব।’

তিনি বলেন, শুল্ক নিয়ে সাম্প্রতিক বিরোধ সত্ত্বেও, দক্ষিণ কোরিয়ায় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। চলতি মাসের শেষের দিকে এই বৈঠক হতে পারে।

যদিও সম্প্রতি শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মাত্র এক সপ্তাহ আগেই পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে, আর বিপরীতে ট্রাম্প হুমকি দেন- চীনা পণ্যের ওপর শুল্ক ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারেন তিনি।

তবে সোমবার ট্রাম্প বলেন, দুই দেশের একসঙ্গে উন্নতি করা দরকার।

চীন তাইওয়ান দখল করতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্য পেন্টাগনের পর্যবেক্ষণের বিপরীত। এরআগে পেন্টাগন এক পর্যালোচনায় জানিয়েছিল যে, ২০২৭ সালে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে চীন।

ট্রাম্প বলেন, ‘তাইওয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চোখের মনি। তাইওয়ান নিয়ে চীনের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে সেখানে আক্রমণ থেকে বিরত থাকবে বেইজিং।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img