শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

মানবাধিকার প্রশ্নে গাজ্জায় দ্বৈত নীতি গ্রহণ করেছে পশ্চিমারা : ইব্রাহিম রায়িসি

মানবাধিকার প্রশ্নে পাশ্চাত্য দ্বৈত নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

তিনি বিশ্বের সকল দেশকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকার হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট।

ইব্রাহিম রায়িসি বলেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলের পাশবিকতা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই।

তিনি এই অপরাধযজ্ঞে প্রকাশ্য সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, পশ্চিমা সরকারগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে গাজ্জায় যুদ্ধ তার প্রমাণ।

তিনি আরও বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাহলে গাজাবাসী নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানতে পারে ইহুদিবাদীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ