বুধবার, মে ২১, ২০২৫

যুদ্ধবিরতি হলে গাজায় সহায়তা দিতে প্রস্তুত ইউনিসেফ

spot_imgspot_img

যুদ্ধবিরতি হলে গাজ্জা উপত্যকায় ইউনিসেফ সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা টবি ফ্রিকার।

জর্ডানের আম্মানে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় ইউনিসেফ।

তিনি আরও বলেন, ইউনিসেফ এবং আরও অনেকে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। যদি যুদ্ধবিরতি হয় তাহলে যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী আনতে হবে এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। গাজা উপত্যকার অভ্যন্তরে পৌঁছে দিতে হবে। গাজার সর্বত্র সহায়তা প্রয়োজন।

টবি ফ্রিকার বলেন, শীতকালে রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জীবন বাঁচানো এবং আরেকটি বিপর্যয় প্রতিরোধের ক্ষেত্রে এ সহায়তা অত্যাবশ্যক।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img