শুক্রবার | ২১ নভেম্বর | ২০২৫

ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জনের মৃত্যু

ভূমিকম্পে রাজধানী ঢাকায় অন্তত ৩ জনের মৃত্যুরে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি।

তিনি জানান, বংশালের কসাইতলীতে এক পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার সময় সংবাদরে প্রতিনিধিরাও ভূমিকম্পের তথ্য জানান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img