ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা সন্দেহে ৫৪ ধারায় গ্রেফতার আব্দুল হান্নানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসান শাহাদাত। হান্নানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছে মহান পুলিশের প্রসিকিউশন বিভাগ।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার পর র্যাব জানায়, ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ল–৫৪–৬৩৭৫। এ তথ্যের সূত্র ধরে পরদিন বিকেলে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে বাইকটির তৎকালীন মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করা হয়। ১৪ ডিসেম্বর সকালে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।











