বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

চার্চের জমি দখল না করতে ইসরাইলকে খ্রিস্টান নেতাদের আহ্বান

জেরুসালেম শহরে অবস্থিত চার্চের জমি দখল না করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের খ্রিস্টান নেতারা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ইসরাইলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী তামার জান্দবার্গকে লেখা এক চিঠিতে তারা এ আহ্বান জানায়।

ওই চিঠিতে স্বাক্ষর করেছেন জেরুসালেম থিওপোলিস-৩য় চার্চের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক, হলি ল্যান্ড ফ্রান্সেসকো প্যাটনের ক্যাথলিক চার্চ কাস্টমস ও জেরুজালেমের আর্মেনিয়ান প্যাট্রিয়ার্ক নুরহান মানুগিয়ান।

নেতারা বলেন, অলিভ মাউন্ট হলো খৃস্টান ধর্মের একটি পবিত্র স্থান। এখানে খৃস্টান ধর্মের অনেকগুলো গুরুত্বপূর্ণ চার্চ আছে। এখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ তীর্থ ভ্রমণে আসে।

জানা যায়, একটি ইসরাইলি পার্ককে সম্প্রসারিত করতে পূর্ব জেরুসালেমের খ্রিষ্টানদের অলিভ মাউন্ট চার্চের জমি দখল করার পরিকল্পনা করা হচ্ছে। এমন উদ্বেগের খবর জেনে খ্রিস্টান নেতারা ইসরাইলি কর্তৃপক্ষকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img