ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নাস্তিক মুরতাদ গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অতি সম্প্রতি ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা বা হিজাব নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন।
তিনি বলেন, কুরআনের কোথাও হিজাবের কথা উল্লেখ নেই, একথা মেনন সাহেবকে কে বলেছেন? তিনি কী কুরআনের অর্থ বা তাফসীর বুঝেন? হাদীস শরীফের অর্থ বুঝেন? কুরআন-সুন্নাহ বুঝার কী বেসিক জ্ঞান তার আছে? না থাকলে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার স্পর্ধা তিনি কোথায় পেলেন? ইসলামের ফরজ বিধান হিজাব বা পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য এবং চরম অবজ্ঞাপূর্ণ বক্তব্য দিয়ে এ ধরনেরজ্ঞানপাপিরা ইসলামকে বার বার আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করে, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করে থাকে। ধর্মীয় অনুভুতিতে আঘাত করার দায়ে অবিলম্বে তওবা না করলে তাকে এর খেসারত দিতে হবে।
কুমিল্লা বিশ্ব রোডস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কেন্দ্রীয় অন্যতম সস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ত্যৈয়বের সভাপতিত্বেএবং সেক্রেটারী মাওলানা নূল হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেনমাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কাজী মাওলানা শামসুল ইসলাম, মাওলানা এনামুল হক মজুমদার,আলহাজ্ব আলী হোসেন, মাওলানা মাসউদ আহমাদ ইক্বরা, ছাত্রনেতা মাহদী হাসান প্রমুখ। পরে মাওলানা মোহাম্মদ তৈয়্যবকে সভাপতি, মাওলানা নূর হুসাইনকে সেক্রেটারী, মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা কাজী শামসুল ইসলাম ও মাওলানা আবুল কালাম কাসেমীকে সহ-সভাপতি করে কুমিল্লা জেলা উত্তর কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে তিনি তাদেরকে শপথবাক্য পাঠন করান।