মাহবুবুল মান্নান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল করেছে কক্সবাজার জেলার রামু লেখক ফোরাম। একই অনুষ্ঠানে এ সংগঠনের সমর্থনপুষ্ট সাহিত্যের ছোট্ট কাগজ মাসিক সাহিত্যকলির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী।
সভায় বক্তারা বলেন, মায়ের ভাষার জন্য রক্তদান ও শাহাদৎবরণের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে রক্তাক্ত ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিলো। কিন্তু তিক্ত হলেও সত্য যে, ভাষা আন্দোলনের এতো যুগ পরেও মাতৃভাষা বাংলার যথার্থ ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। যে ভাষার জন্য তাজা রক্ত দিতে হয়েছে আমাদের সেই মাতৃভাষার ও স্বকীয় সংস্কৃতি আজো ভিনদেশী ভাষা ও অপসংস্কৃতির বহুমুখী আগ্রাসনে জর্জরিত। এমতাবস্থায় ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমাদেরকে মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধ অক্ষুণ্ণ রাখার দৃপ্ত শপথ গ্রহন করতে হবে।
সভায় আলোচকবৃন্দ ভাষার মাসে মাসিক সাহিত্যকলির প্রকাশনাকে স্বাগত জানিয়ে বলেন, সাহিত্যাঙ্গনে মাতৃভাষার বিশুদ্ধ চর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশে সাহিত্যের এই ছোট্ট কাগজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সংবাদকর্মী মাহবুবুল আলম, লেখক ফোরামের সদস্য, সাহিত্যকলি সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, তরুণ প্রকৌশলী কাউছার আলম ইমু, শুভানুধ্যায়ী কামরুজ্জামান, নবীন লেখক জাহিদুল ইসলাম আল-রাইয়ান, আবরার বিন মুনির, আম্মার উদ্দিন, মুহাম্মদ সোহাইল প্রমুখ।
সভা শেষে ভাষা আন্দোলনের বীর শহীদানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।